Positive story | নিজেকে কারো সাথে তুলনা করো না | Motivational story bangla | Pranab Debnath
Bill Gates বলেছেন – "এই বিশ্বের কারও সাথে নিজেকে তুলনা করবেন না, যদি আপনি এটি করেন তবে আপনি নিজেকে অপমান করছেন।"
![]() |
positive stories |
আজকের বাংলা অনুপ্রেরণামূলক ছোট গল্প ‘তুলনা’
এক জংলে একটি কাক বসবাস করত। কাক তার নিজের জীবনে ভীষণ খুশী ছিল। সে যা কিছু জীবনে পেয়েছিল ছিল তা নিয়ে ভীষণ সন্তুষ্ট ছিল। খিদে পেলে এদিক ওদিক ঘুরে ঘুরে খাওয়া পেয়ে যেত, বিকালে বাসায় ফিরে আসত। এই ভাবেই তার জীবন দিব্যি চলছিল।কিন্তু একদিন ভুল করে সে একটি সুন্দার সাদা পাখি দেখতে পেয়ে গেল। সে ভাবতে লাগল এমন কে আছে যে আমার থেকে এত বেশী চকচকে? কাক চলে গেল সেই সাদা পাখিটার সাথে পরিচয় করতে।
সেখানে গিয়ে তাকে প্রশ্ন করল – আচ্ছা ভাই তোমার নাম কি?
![]() |
motivational story bangla |
সাদা পাখিটা বলল - আমার নাম হাঁস
কাক বলল – ভাই তুমি তো মনেহয় ভীষণ খুশী, কি সুন্দর সাদা রঙ তোমার, কি চকচকে? আর আমাকে দেখ, আমি কত কালো।
হাঁস বলল – না ভাই, আমিও প্রথমে এটাই ভাবতাম যে, আমিই বোধহয় এই দুনিয়ায়ব সব থেকে সুন্দর পাখি। কিন্তু যখন থেকে আমি তোতা পাখিকে দেখেছি, আমার মনে হয় তোতা পাখির মত সুন্দর কেউ নেই।
কাক প্রশ্ন করল – তাহলে তোতা পাখির কথা আমাকে একটু বল, যে সে কে, কি রকম দেখতে?
হাঁস বলল – ভাই তোতা পাখির দুটি রঙ। তোমার আর আমার কাছে তো একটাই রঙ। তুমি কালো, আর আমি সাদা। কিন্তু তোতা পাখির দুটি রঙ। তোতা পাখিকে উপরওয়ালা কি সুন্দর সবুজ রঙ দিয়েছেন, গলায় আবার লাল রঙ। তুমি বরং তার সাথে গিয়ে কথা বল, তোমার ভাল লাগবে।
তো কাক এবার জংলের এদিক ওদিক এই দুই রঙা পাখিকে খুঁজতে লাগল। অনেক কষ্টে তাকে খুঁজে পেল এবং তার কাছ গিয়ে জিজ্ঞেস করল – তুমি কি তোতা পাখি?
তোতা পাখি বলল - হ্যাঁ আমিই তোতা পাখি।
![]() |
inspirational stories bangla |
কাক বলল – তুমি ভীষন খুশী বল? উপরওয়ালা কি সুন্দর তোমাকে দুটি রঙ দিয়েছেন। তোমার গলায় কি সুন্দর লাল দাগ, সবুজ রঙে তোমায় দারুন লাগছে। ওঃ তোমার জীবনে কি আনন্দ।
তোতা পাখি বলল – না না, প্রথমে আমিও এটাই ভাবতাম যে, আমি হয়ত সবথেকে সুন্দর পাখি। এই জংগলে আমার থেকে কোন সুন্দর পাখি নেই। আর রঙের কথা বলছ, তুমি তো দেখলে আমি এই জংগলের গাছের রঙের সাথে মিশে গেছি। তাই আলাদা ভাবে আমাকে অনেকেই চিনতে পারে না। তুমিও তো কত কষ্ট করে আমায় খুঁজে পেলে।
তারপর তোতা পাখি আবার বলল – কিন্তু আমি যখন থেকে ময়ূরকে দেখেছি, আমি সব ভুলে গেছি। আমার মনে হয়েছে ময়ূর হল সবথেকে সুন্দর পাখি।
কাক প্রশ্ন করল - তাহলে ময়ূরের কথা আমাকে একটু বল, যে সে কে, কি রকম দেখতে?
তোতা পাখি বলল – ময়ূর বিভিন্ন রংদারি একটি পাখি। রঙের ছটা যেন ছড়িয়ে আছে তার চারি ধার ধরে, এই লম্বা লম্বা রঙ বেরঙ্গা তার পাখা। তুমি বরং তার সাথে একবার দেখা কর। তোমার খুব ভাল লাগবে।
কাক এবার ময়ূরকে খুঁজে বেড়াতে লাগল, যে কিনা এই দুনিয়ায় সবথেকে সুন্দর এবং সবথেকে খুশী একটি পাখি। কাক সারা দিন ধরে পুর জংগল ধরে সবথেকে সুন্দর এই পাখিকে খুঁজে বেড়াল, কিন্তু কোথায় খুঁজে পেল না।
![]() |
positive stories bangla |
তো কাক উড়তে উড়তে শহরে চলে এল, এবং সে গিয়ে পৌছাল একটি চিড়িয়াখানায়। সেখানে গিয়ে সে একটি ময়ূরকে দেখতে পেল। দেখল অনেক মানুষ ময়ূরকে দেখতে এসেছে। অনেকে ছবিও তুলছে। কেউ কেউ সেলফিও তুলছে।
কাক ভাবতে লাগল এই না হলে জীবন, ময়ূর কি মাজায় আছে । সত্যি ময়ূর সব থেকে বেশী খুশী।
![]() |
life changing stories bangla |
এবার যখন চিড়িয়াখানা বন্ধ হবার সময় হয়ে আসল, মানুষ ধীরে ধীরে সবাই চলে গেল। তখন কাক গিয়ে পৌছাল ময়ূরের খাঁচার সামনে। এবং প্রশ্ন করল – তোমার নাম কি ময়ূর?
ময়ূর বলল – হ্যাঁ,আমার নাম ময়ূর।
কাক বলল – ভাই তোমার কথা অনেক শুনেছি। জংগলে সবাই বলছে তোমার মত এত সুন্দর আর কোন পাখি নেই। সত্যিই তুমি সুন্দর।
ময়ূর বলল – আচ্ছা, তা কে কে বলল আমার কথা।
কাক বলল – হাঁস বলল তোতার কথা। তোতা বলল তোমার কথা। তুমি তাদের থেকেও অনেক সুন্দর। তোমার কাছে কত রঙ।
তো ময়ূর বলল – না ভাই, আমি সবথেকে খুশী নই। আচ্ছা, জংগলে কি তুমি একটাও ময়ূর দেখতে পেয়েছ? পাও নি। শিকারিরা সব মেরে ফেলেছে। আমারা সবসময় মৃত্যু ভয়ে থাকি। আমাদের মেরে শিকারিরে আমাদের পেখম বাজারে বিক্রি করে দেয়।
আমি তো প্রানে বেঁচে আছি, কিন্তু তাও আবার খাঁচায় বন্দি। আমার সাথে অনেক মানুষ ছবি তুলতে আসে। কিন্তু কেউ আমাকে মুক্ত করে না। তো তুমি বল - একে কি বাঁচা বলে?
![]() |
bangla motivational story |
তারপর বলল – তোমাকে দেখ, তুমি কত সুখি। তুমি যেখানে খুশী সেখানে যেতে পার। তুমি যেখানেই যাও তোমাকে বাধা দেবার কেউ নেই।
সেই দিন ময়ূর, কাককে তার জীবনের মূল্য বুঝিয়ে দিল।
এই গল্পটি থেকে আমরা কি শিখতে পাই
বন্ধু আমাদের জিবনেও এই একই ঘটনা। আমার বহু বার আমাদের জীবনের তুলনা অন্য মানুষের সাথে করে থাকি। আমার এটা বুঝি না আমাদের জীবনের যা পরিস্থিতি তা সবার থেকে আলাদা। প্রতিটি মানুষের জীবনের পরিস্থিতি আলাদা আলাদা।অন্যের সাথে নিজের তুলনা বন্ধ করুন। যতক্ষণ আপনি অন্যের সাথে নিজের তুলনা করবেন ততক্ষণ আপনি দুঃখী থাকবেন। মানুষের সবথেকে বড় দুঃখের কারন হল এই তুলনা করা। যেদিন আমারা এই তুলনা করা বন্ধ করে দেব, সেদিন হয়ত আমারা জীবনে অনেক বড় মহৎ কাজ করে যাব।
তাই আমি বলব আজ থেকে কার সাথে নিজের তুলনা করবেন না। উপরওয়ালা আপনাকে যা দিয়েছে তাই দিয়েই আপনি নিজেই জীবনে বিশাল কিছু করতে পারেন এই মনভাব নিয়ে এগিয়ে যান। আর এমন কাজ করুন যা পুর দুনিয়া আপনার মত করতে চায়, কারন জীতবে তারাই যারা কিছু করে দেখাবে।
Think positive, Talk positive, Feel positive
১০ টি শক্তিশালী অনুপ্রেরণামূলক উক্তি | best inspirational quotes in bnagla | motivational quotes in bangla
বিশেষ দ্রষ্টব্যঃ
‘Freedoms Today’ নামে আমাদের আরেকটি YouTube channel আছে। যেখানে আমরা Network marketing-এর সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি Network marketing-এর সম্বন্ধে জানতে চান এবং Network marketing শিখতে চান তো এই channel টি follow করতে পারেন। এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদের website visit করতে পারেন।
Freedoms Today Website: http://www.freedomstoday.com/
Freedoms Today YouTube channel: https://www.youtube.com/FreedomsToday
Email: freedomstoday1@gmail.com
0 Comments