Motivational story bangla | আপনার খুশি অন্যর সঙ্গে ভাগ করে নিতে শিখুন | positive stories bangla
প্রতিটি মানুষ সারা জীবন চেষ্টা করে যায় শুধু খুশী থাকার জন্য, সুখী হবার জন্য। আমরা সারাজীবন দৌড়াতেও থাকি এই খুশী, এই সুখ পাওয়ার জন্য। কিন্তু এই খুশি এই সুখ কিছুতেই আমাদের ধরা দেয় না।
মানুষ তার সুবিধার্থে সবকিছু জোগাড় করে নেয়, ধনসম্পত্তি জোগাড় করে নেয় তা সত্ত্বেও তারা খুশি হতে পারে না, মনে শান্তি থাকে না, সুখ থাকে না।
তো বন্ধু যখনই আপনি জীবনে হিম্মত হারিয়ে ফেলবেন, যখন আপনার মনে হবে আপনার জীবনে কোন সুখ নেই, কোনো খুশী নেই যখন আপনার মধ্যে বাঁচার ইচ্ছে চলে যাবে, তখন এই গল্পটি আপনাকে বাঁচার জন্য নতুন ভাবে প্রেরণা যোগাবে।
আমার জীবনে অর্থের কোনো অভাব নেই, কিন্তু তা সত্বেও আমার জীবনে কোন খুশি নেই, কোন সুখ নেই। এখন তো আমার বাঁচার ইচ্ছাই চলে গেছে। মাঝে মাঝে এমন মনে হয় যে এই জীবনটাকেই শেষ করে দিই। আমি বুঝতে পারছি না যে আমি কি করবো।
তখন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার টি একজন বয়স্ক মহিলাকে ডাকলেন, যে সেই ডাক্তার খানায় সাফাই পরিষ্কার করার কাজ করতেন।
সেই বয়স্ক মহিলা এলে পরে, ডাক্তার বাবু এবার সেই ধনী মহিলা কে বললেন আমি এই বয়স্ক মহিলাকে বলব যে আপনাকে বলতে যে কিভাবে উনি জীবনে খুশী খুঁজে পেলেন। আমি চাই আপনি এই বয়স্ক মহিলার কথা মন দিয়ে শুনুন, যে এনার জীবন কেমন ছিল, এবং কিভাবে ইনি নিজেকে সামলেছেন?
তখন সেই বয়স্ক মহিলা হাতে থেকে ঝাড়ুটি মাটিতে নামিয়ে রাখলেন এবং বলতে শুরু করলেন - বেশ কয়েক বছর আগে আমার স্বামীর ম্যালেরিয়ায় মৃত্যু হয়ে যায়। সেই সোক কাটিয়ে না উঠতেই ঠিক তার কয়েক মাস পরেই আমার ছেলেও একটা রাস্তার দুর্ঘটনার শিকার হয়, এবং সেও মৃত্যুবরণ করে।
আমার আর কেউ ছিল না, আমার জীবনে আর কিছুই বেঁচে রইল না। আমি ঘুমাতে পারতাম না, কিছু খেতে পারতাম না। আমার জীবন থেকে হাসি চলে গেল, আমি হাসতে ভুলে গেলাম। আমি আমার জীবনকে শেষ করে দেওয়ার জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছিলাম।
ঠিক এমনই একদিন আমি একটি কাজ সেরে বাড়ি ফিরছি তখন একটা বিড়ালের বাচ্চা আমার পেছনে পড়ে গেল। বিড়ালের বাচ্চাটি পায়ে পায়ে আমার বাড়ি অব্দি চলে এলো। সেদিন বাইরে ছিল ভীষণ ঠান্ডা।
আমি বিড়ালের বাচ্চাটিকে ঘরে নিয়ে আসলাম এবং তাকে খাওয়ার জন্য একটু দুধের ব্যবস্থা করলাম। বিড়ালের বাচ্চাটি দুধ খেয়ে একটু চাঙ্গা হয়ে উঠলো এবং তারপরে সে আবার আমার পেছনে পড়ল। সে আমার পায়ের আঙ্গুল চাটতে লাগলো এবং আমার পায়ের আঙ্গুল গুলোর সঙ্গে খেলা করতে লাগলো।
আর এটা দেখতে দেখতে আমার হাসি পেয়ে গেল, আমি বহুদিন পরে মন থেকে হেসে ফেললাম। তখন আমি ভাবলাম যদি সামান্য একটা বিড়ালের বাচ্চাকে সাহায্য করার জন্য আমি খুশি হতে পারি, আনন্দ পেতে পারি। তাহলে এটাও হতে পারে যে আমি অন্যকে সাহায্য করলে আরো অনেক বেশি খুশি হতে পারি।
আমি পরের দিন আমার প্রতিবেশী একজন অসুস্থ ছিল, উনার জন্য একটা কেক বানিয়ে নিয়ে গেলাম। উনিও ভীষণ খুশি হলেন। ঠিক এই ভাবেই আমি প্রতিদিন নতুন নতুন কিছু করতাম যাতে অন্যকে খুশি করতে পারি। এবং সেই মানুষগুলোকে খুশি দেখতে পেরে আমার নিজের অনেক আনন্দ হত আমি অনেক খুশি হতাম।
আজ আমি খুশি খুঁজে পেয়েছি, আনন্দ খুঁজে পেয়েছি, সুখ খুঁজে পেয়েছি শুধু অন্যকে খুশি করতে পেরে।
এটা শোনার পরে সেই ধনী মহিলার চোখে জল চলে এল। উনার কাছে সবকিছু ছিল যা উনি পয়সা দিয়ে কিনতে পারতেন। কিন্তু উনি সেগুলোই হারিয়ে ফেললেন যা তিনি পয়সা দিয়ে কোনদিন কিনতে পারবেন না।
তো যখনই আপনার মনে হবে যে আপনি জীবনে খুশি নন, আপনার জীবনে খুশি শেষ হয়ে গেছে, তো একবার অবশ্যই প্রচেষ্টা করে দেখুন যাতে আপনার জন্য অন্য কেউ খুশি হতে পারে। বিশ্বাস করুন জখন আপনার জন্য অন্যকেউ খুশি হয়, আনন্দিত হয়, তখন আপনার জীবনে খুশি আপনি আপনি চলে আসে।
কথায় বলে ‘गम बांटने से कम होता है और खुशियां बांटने से बहुत ज्यादा बढ़ जाता है’। তাই আমি বলবো আপনি যদি জীবনে খুশি পেতে চান, আনন্দ পেতে চান তো আপনার খুশি অন্যর সঙ্গে ভাগ করে নিতে শিখুন।
20 best motivational quotes in Bengali | শ্রেষ্ঠ অনুপ্রেরণা মূলক উক্তি ও বাণী | motivational status in Bengali
বিশেষ দ্রষ্টব্যঃ
‘Freedoms Today’ নামে আমাদের আরেকটি YouTube channel আছে। যেখানে আমরা Network marketing-এর সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি Network marketing-এর সম্বন্ধে জানতে চান এবং Network marketing শিখতে চান তো এই channel টি follow করতে পারেন। এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদের website visit করতে পারেন।
Freedoms Today Website: http://www.freedomstoday.com/
Freedoms Today YouTube channel: https://www.youtube.com/FreedomsToday
Email: freedomstoday1@gmail.com
তো বন্ধু যখনই আপনি জীবনে হিম্মত হারিয়ে ফেলবেন, যখন আপনার মনে হবে আপনার জীবনে কোন সুখ নেই, কোনো খুশী নেই যখন আপনার মধ্যে বাঁচার ইচ্ছে চলে যাবে, তখন এই গল্পটি আপনাকে বাঁচার জন্য নতুন ভাবে প্রেরণা যোগাবে।
![]() |
motivational story bangla |
আজকের বাংলা অনুপ্রেরণামূলক ছোট গল্প 'খুশি থেকো’
এক ধনী মহিলা মনোরোগ বিশেষজ্ঞ এক ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার বাবুকে বললেন, ডাক্তার বাবু - আমার মনে হয় আমার পুরো জীবনটি বেকার হয়ে গেছে। আমি এর কোন মানে খুজে পাচ্ছি না।আমার জীবনে অর্থের কোনো অভাব নেই, কিন্তু তা সত্বেও আমার জীবনে কোন খুশি নেই, কোন সুখ নেই। এখন তো আমার বাঁচার ইচ্ছাই চলে গেছে। মাঝে মাঝে এমন মনে হয় যে এই জীবনটাকেই শেষ করে দিই। আমি বুঝতে পারছি না যে আমি কি করবো।
তখন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার টি একজন বয়স্ক মহিলাকে ডাকলেন, যে সেই ডাক্তার খানায় সাফাই পরিষ্কার করার কাজ করতেন।
![]() |
positive stories bangla |
সেই বয়স্ক মহিলা এলে পরে, ডাক্তার বাবু এবার সেই ধনী মহিলা কে বললেন আমি এই বয়স্ক মহিলাকে বলব যে আপনাকে বলতে যে কিভাবে উনি জীবনে খুশী খুঁজে পেলেন। আমি চাই আপনি এই বয়স্ক মহিলার কথা মন দিয়ে শুনুন, যে এনার জীবন কেমন ছিল, এবং কিভাবে ইনি নিজেকে সামলেছেন?
তখন সেই বয়স্ক মহিলা হাতে থেকে ঝাড়ুটি মাটিতে নামিয়ে রাখলেন এবং বলতে শুরু করলেন - বেশ কয়েক বছর আগে আমার স্বামীর ম্যালেরিয়ায় মৃত্যু হয়ে যায়। সেই সোক কাটিয়ে না উঠতেই ঠিক তার কয়েক মাস পরেই আমার ছেলেও একটা রাস্তার দুর্ঘটনার শিকার হয়, এবং সেও মৃত্যুবরণ করে।
আমার আর কেউ ছিল না, আমার জীবনে আর কিছুই বেঁচে রইল না। আমি ঘুমাতে পারতাম না, কিছু খেতে পারতাম না। আমার জীবন থেকে হাসি চলে গেল, আমি হাসতে ভুলে গেলাম। আমি আমার জীবনকে শেষ করে দেওয়ার জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছিলাম।
![]() |
inspirational short stories bangla |
ঠিক এমনই একদিন আমি একটি কাজ সেরে বাড়ি ফিরছি তখন একটা বিড়ালের বাচ্চা আমার পেছনে পড়ে গেল। বিড়ালের বাচ্চাটি পায়ে পায়ে আমার বাড়ি অব্দি চলে এলো। সেদিন বাইরে ছিল ভীষণ ঠান্ডা।
আমি বিড়ালের বাচ্চাটিকে ঘরে নিয়ে আসলাম এবং তাকে খাওয়ার জন্য একটু দুধের ব্যবস্থা করলাম। বিড়ালের বাচ্চাটি দুধ খেয়ে একটু চাঙ্গা হয়ে উঠলো এবং তারপরে সে আবার আমার পেছনে পড়ল। সে আমার পায়ের আঙ্গুল চাটতে লাগলো এবং আমার পায়ের আঙ্গুল গুলোর সঙ্গে খেলা করতে লাগলো।
আর এটা দেখতে দেখতে আমার হাসি পেয়ে গেল, আমি বহুদিন পরে মন থেকে হেসে ফেললাম। তখন আমি ভাবলাম যদি সামান্য একটা বিড়ালের বাচ্চাকে সাহায্য করার জন্য আমি খুশি হতে পারি, আনন্দ পেতে পারি। তাহলে এটাও হতে পারে যে আমি অন্যকে সাহায্য করলে আরো অনেক বেশি খুশি হতে পারি।
![]() |
motivational stories for students |
আমি পরের দিন আমার প্রতিবেশী একজন অসুস্থ ছিল, উনার জন্য একটা কেক বানিয়ে নিয়ে গেলাম। উনিও ভীষণ খুশি হলেন। ঠিক এই ভাবেই আমি প্রতিদিন নতুন নতুন কিছু করতাম যাতে অন্যকে খুশি করতে পারি। এবং সেই মানুষগুলোকে খুশি দেখতে পেরে আমার নিজের অনেক আনন্দ হত আমি অনেক খুশি হতাম।
আজ আমি খুশি খুঁজে পেয়েছি, আনন্দ খুঁজে পেয়েছি, সুখ খুঁজে পেয়েছি শুধু অন্যকে খুশি করতে পেরে।
এটা শোনার পরে সেই ধনী মহিলার চোখে জল চলে এল। উনার কাছে সবকিছু ছিল যা উনি পয়সা দিয়ে কিনতে পারতেন। কিন্তু উনি সেগুলোই হারিয়ে ফেললেন যা তিনি পয়সা দিয়ে কোনদিন কিনতে পারবেন না।
এই গল্পটি থেকে আমরা কি শিখতে পাই
তো বন্ধু এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে - জীবনে খুশি, আনন্দ এটার উপর নির্ভর করে না যে আমরা নিজেরা কতটা খুশি, কতটা সুখি। বরং এটার উপর নির্ভর করে আমাদের জন্য কতজন খুশি হয়েছেন কতজন আনন্দ পেয়েছেন।তো যখনই আপনার মনে হবে যে আপনি জীবনে খুশি নন, আপনার জীবনে খুশি শেষ হয়ে গেছে, তো একবার অবশ্যই প্রচেষ্টা করে দেখুন যাতে আপনার জন্য অন্য কেউ খুশি হতে পারে। বিশ্বাস করুন জখন আপনার জন্য অন্যকেউ খুশি হয়, আনন্দিত হয়, তখন আপনার জীবনে খুশি আপনি আপনি চলে আসে।
![]() |
bangla motivational short story |
কথায় বলে ‘गम बांटने से कम होता है और खुशियां बांटने से बहुत ज्यादा बढ़ जाता है’। তাই আমি বলবো আপনি যদি জীবনে খুশি পেতে চান, আনন্দ পেতে চান তো আপনার খুশি অন্যর সঙ্গে ভাগ করে নিতে শিখুন।
20 best motivational quotes in Bengali | শ্রেষ্ঠ অনুপ্রেরণা মূলক উক্তি ও বাণী | motivational status in Bengali
বিশেষ দ্রষ্টব্যঃ
‘Freedoms Today’ নামে আমাদের আরেকটি YouTube channel আছে। যেখানে আমরা Network marketing-এর সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি Network marketing-এর সম্বন্ধে জানতে চান এবং Network marketing শিখতে চান তো এই channel টি follow করতে পারেন। এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদের website visit করতে পারেন।
Freedoms Today Website: http://www.freedomstoday.com/
Freedoms Today YouTube channel: https://www.youtube.com/FreedomsToday
Email: freedomstoday1@gmail.com
0 Comments