Motivational story bangla | প্রতিটি মানুষ ভাবে তার জীবনেই সবথেকে বেশী দুঃখ | bangla short stories | positive story
দেখা যায় – মানুষ সবসময় তার নিজের দুঃখ এবং অপরের সুখ বড় করে দেখেন। কিছু মানুষ আছেন যারা নিজের দুঃখ নিয়ে মর্মাহত হয়ে থাকেন, কিন্তু কিছু এমন মানুষও আছেন যারা অন্যের সুখ দেখে নিজেদের মর্মাহত করে ফেলেন। প্রতিটি মানুষ ভাবে তার জীবনেই সবথেকে বেশী দুঃখ।
তো এই গল্পটি তাদের জন্য যারা ভাবেন যে তাদের জীবনেই বুঝি সবথেকে বেশী দুঃখ। এই গল্পটি তাদের দুঃখ অবশ্যই দূর করতে সাহায্য করবে।
![]() |
motivational
story bangla |
আজকের বাংলা অনুপ্রেরণামূলক ছোট গল্প 'দুঃখ’
এক ব্যক্তি সবসময় ভীষণ দুঃখী থাকতেন। তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে দুঃখ প্রকাশ করতেন এবং অভিযোগ জানাতেন যে, - হে প্রভু, আমি আপনার কাছে এমন কি অন্যায় করেছি যে আপনি আমাকে সবসময় এত দুঃখ দিয়ে থাকেন।এই দুনিয়ায় শুধু আমাকে বাদ দিয়ে বাকি সবাইকে তুমি কত সুখ দিয়েছো। আমার সাথে যদি কোন দুঃখী মানুষের দেখাও হয়, তারও এত দুঃখ নেই, জত দুঃখ তুমি আমাকে দিয়েছো। তো প্রভু আমি এত কি অন্যায় করেছি যে এত দুঃখ তুমি আমাকে দিয়েছো।
তো এক রাতে সেই ব্যক্তি স্বপ্ন দেখলেন, যে আকাশ থেকে ঈশ্বর তাকে বলছেন - আজ তোর দুঃখের পরিবর্তন করে দেব, তুই তো সব সময় বলিস তোর থেকে সবাই অনেক বেশি সুখী, তোর দুঃখই সবথেকে বেশি, তাই না?
![]() |
bangla inspirational story |
সেই ব্যক্তি বললেন - হ্যাঁ প্রভু সারা জীবন ধরে তো আমি এটাই বলে আসছি, এতদিন পরে আমার আওয়াজ তোমার কাছে পৌঁছল আর তুমি উত্তর দিলে।
ঈশ্বর বললেন এবার তুমি ওঠো এবং দেখো সারা নগরের মানুষ একটা বড় মহলের দিকে যাচ্ছে, প্রতিটি মানুষ তাদের মাথায় করে বা কাঁধে করে একটি পোঁটলা নিয়ে যাচ্ছে।
কারণ প্রত্যেক কে বলা হয়েছে যার যার নিজের দুঃখ, যার যার নিজের সুখ, নিজের একটা পোঁটলা করে বেঁধে নিয়ে যাওয়ার জন্য। তুমিও তোমার দুঃখগুলো একটা পোঁটলায় বেঁধে নাও এবং তাড়াতাড়ি সেই মহলে পৌঁছে যাও।
সেই ব্যক্তি ভাবল আজ পরিবর্তনের সময় এসেছে, তাই সে আর দেরি না করে তার সুখ দুঃখ একটি পোঁটলায় বেঁধে সেই মহলে গিয়ে হাজির হল।
![]() |
bnagla short stories |
সেখানে পৌঁছে সেই ব্যক্তি দেখল সেখানে মানুষের ভিড় জমে গেছে এবং প্রতিটি মানুষ যে যার নিজের পোঁটলা সঙ্গে করে নিয়ে এসেছে।
তারপর প্রতিটি মানুষকে আদেশ দেয়া হলো তারা যেন তাদের পোলাটা এক একটি খুঁটিতে ঝুলিয়ে দেয়। আদেশ মত প্রত্যেকে তাদের পোটলা একটি করে খুঁটিতে ঝুলিয়ে দিলো।
এরপর আদেশ এল যে যার নিজের ইচ্ছামতো যেকোনো একটা পোটলা এখান থেকে নিয়ে নিতে পারে।
এই আদেশ শোনার পরেই মানুষদের মধ্যে হট্টগোল লেগে গেল দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সেই ব্যক্তি ও দৌড়ে গেলেন।
![]() |
inspirational
short stories bangla |
কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই ভেবে যে প্রতিটি মানুষ যে যার নিজের পোটলাই বেছে নিলেন এবং সেই ব্যক্তি ও তার নিজের পোটলাই বেছে নিলেন।
এবার আকাশ থেকে ঈশ্বরের আওয়াজ শুনতে পাওয়া গেল তিনি সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন - কেন তুই তোর নিজের পোটলাই বেছে নিলি? তুই তো তোর নিজের দুঃখ অন্যের সাথে পরিবর্তন করতে চেয়েছিলি।
তখন সেই ব্যক্তি বললেন যে - যখন আমি অন্যের পোটলা গুলো দেখলাম তখন দেখলাম আমার পোটলাটা তাদের থেকেও ছোট মনে হল। সবার দুঃখের পোটলাটা আমার থেকেও অনেক বড়।
![]() |
bangla motivational short story |
আমি আমার দুঃখের কথা তো নিশ্চয়ই জানি, কিন্তু অন্যের দুঃখের কথা তো আমার জানা নেই। আর এই শেষ বয়সে এসে আমি অন্যের দুঃখ নিয়ে যদি কোনো বিপদে পড়ে যাই। আমার দুঃখ তো আমি জানি কিন্তু অন্যের দুঃখ তো আমি কোনদিন দেখিই নি।
এই গল্পটি থেকে আমরা কি শিখতে পাই
তো বন্ধু এই গল্পটি আমাদের জীবনের সঙ্গেই জড়িয়ে আছে এবং গল্পটি থেকে এটাই শিক্ষা পাই - আমরা সব সময় এটাই দেখতে থাকি যে - আমি এমন কি পাইনি যা অন্য মানুষেরা পেয়েছেন।কিন্তু আমরা এটা কখনোই দেখি না যে আমি যতটুকু পেয়েছি তা কতজন মানুষ পেয়েছেন। আমরা তো ছোট ছোট দুঃখগুলোর সাথেই হেরে যাই। এই দুনিয়ায় এমন অনেক লক্ষ কোটি মানুষ আছে যারা আমাদের মতো জীবন পাওয়ার জন্য তৃষ্ণার্ত থাকেন।
তো বন্ধু আমি এটাই বলব - যা আমরা পাইনি তার জন্য অভিযোগ করার থেকে যা পেয়েছি তার জন্য যদি ঈশ্বর কে ধন্যবাদ দিতে থাকি তাহলে আমাদের জীবনটাই খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে।
20 best motivational quotes in Bengali | শ্রেষ্ঠ অনুপ্রেরণা মূলক উক্তি ও বাণী | motivational status in Bengali
বিশেষ দ্রষ্টব্যঃ
‘Freedoms Today’ নামে আমাদের আরেকটি YouTube channel আছে। যেখানে আমরা Network marketing-এর সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি Network marketing-এর সম্বন্ধে জানতে চান এবং Network marketing শিখতে চান তো এই channel টি follow করতে পারেন। এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদের website visit করতে পারেন।
Freedoms Today Website: http://www.freedomstoday.com/
Freedoms Today YouTube channel: https://www.youtube.com/FreedomsToday
Email: freedomstoday1@gmail.com
বিশেষ দ্রষ্টব্যঃ
‘Freedoms Today’ নামে আমাদের আরেকটি YouTube channel আছে। যেখানে আমরা Network marketing-এর সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি Network marketing-এর সম্বন্ধে জানতে চান এবং Network marketing শিখতে চান তো এই channel টি follow করতে পারেন। এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদের website visit করতে পারেন।
Freedoms Today Website: http://www.freedomstoday.com/
Freedoms Today YouTube channel: https://www.youtube.com/FreedomsToday
Email: freedomstoday1@gmail.com
0 Comments